বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্বাস্থ্যবিধি না মানায় শনিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসকের ভ্রম্যামান মোবাইল কোর্টের অভিযানে পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের চৌকস এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনায় ও সেনা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি লঙ্ঘণ করা ও মাক্স না পরার অপরাধে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর লে. আহাদ খান সহ বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা জনকণ্ঠকে বলেন, করোনা সংক্রমন থেকে দূরে রাখাসহ সচেতনতা ও জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ভ্রাম্যমান মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
তিনি সকলকে সচেতন হয়ে চলাফেরা ও শারীরিক দুরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য আহবান করেন।
Leave a Reply