শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজাপুর গ্রামে মাষ্টার বাজার সংলগ্ন ফেয়ার প্রাইজের চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৯টায়। একটি কেন্দ্রে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০/- টাকা কেজি দরে ৬০২টি কার্ডধারীদের মাঝে মাথাপিচু ৩০ কেজি করে চাল বিক্রির কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন উলানিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আবুল হোসেন হাওলাদার, ডিলার মোঃ আফছার উদ্দিন ঢালী, ডিলার বাদল সরদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে হতদরিদ্রদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০/- টাকা কেজি দরে চাল বিতরণের কর্মসূচী চালু করেছেন। আগামীতে আবার আপনারা যাতে ফেয়ার প্রাইজের চাল ১০/- টাকা কেজি দরে পাইতে পারেন সেই লক্ষে সামনে জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
Leave a Reply