শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বিএনপি নেতা কালাম বেপারী, ইউপি সদস্য সোহেল সরদার ও রোকেয়া বেগমের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেছেন। বুধবার বিকালে উপজেলার চন্দ্রহার বাজারে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধণকালে অতিথিদের হাতে উন্নয়নের প্রতীক নৌকা তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
বিএনপি নেতাকর্মীদের যোগদানের পূর্বে কার্যালয়ের উদ্বোধণ করেন গৌরনদী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য হারিছুর রহমান। বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বীরেণ চন্দ্র ঘরামীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি পরিতোষ নন্দী, আবুল কালাম শিকদার, বেলায়েত হোসেন, আ ঃরব খান, সহসম্পাদক গৌতম বণিক, সাংগঠনিক সম্পাদক ক্ষিতিশ চন্দ্র পাল, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, ইমান আলী বেপারী, হাবিব, যুবলীগ নেতা রুবেল বেপারী, ছাত্রলীগ নেতা বুলবুল মোল্লা প্রমুখ।
Leave a Reply