শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল:
নগরী সংলগ্ন কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা করে নিয়ম মেনে নতুন কমিটি গঠণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসাথে অবৈধ কমিটি গঠণের উদ্যোক্তা বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফরিদ উদ্দিন ও সহায়তাকারী মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনায়।
মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, অসৎ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে প্রধানশিক্ষক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার যোগসাজশে ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নামে গোপনে একটি পকেট কমিটি গঠণ করা হয়। অবৈধ পন্থায় ওই কমিটি গঠণ করেই প্রধানশিক্ষক ও সভাপতি মিলে শুরু করে লুটপাট। সরকারী বই বিক্রি, বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাত, বিদ্যালয়ের মাঠে মাছ চাষ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, অভিভাবকদের সাথে খারাপ আচরণসহ একের পর এক বিতর্কিত কর্মকান্ড করে আসছিলো। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। বিদ্যালয়ের খেলার মাঠে মাছ চাষ ও শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলন নিয়ে দৈনিক জনকন্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে সরেজমিনে তদন্তে তাদের এ দুর্নীতি প্রমানিত হয়।
অভিভাবকরা জানান, অবৈধ কমিটির সাথে জড়িতরা ১০ লাখ টাকা নানা খাত থেকে হাতিয়ে নিয়েছে। সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ মৃধা থাকাকালে প্রধানশিক্ষক কোনো প্রকার অনিয়ম করতে পারেনি। পলাশ মৃধা পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকায় তড়িঘড়ি করে অবৈধভাবে ওই কমিটি গঠণ করা হয়েছিলো।
Leave a Reply