বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চালু হওয়ার দুইদিন না পার হতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজরন আরটি-পিসিআর ল্যাবে বায়োসেফটি কেবিনেট বিকল হয়ে পরেছে। এতে করোনা রোগীর নমুনা পরীক্ষা কার্যক্রম বন্ধ না হলেও সক্ষমতা আগের চেয়ে কমে যাওয়ার কথা জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক। তবে এতে সমস্যা হবে না বলে দাবি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাসের। তিনি জানান, বায়োসেফটি কেবিনেটে সমস্যা দেখা দিলে প্রথম বায়োসেফটি কেবিনেট মেশিনের চেয়ে কম সক্ষমতাসম্পন্ন একটি মেশিন তড়িঘড়ি করে প্রতিস্থাপন করে। বর্তমান মেশিনের সক্ষমতা আগের মেশিনের চার ভাগের একভাগ।বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে বিষয়টি অবহিত করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস। এসময় সার্বিক বিষয়ে প্রতিমন্ত্রীকে জানানো হলে তিনি সংশ্লিস্ট কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়।
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সাংবাদিকদের জানান, আরটি-পিসিআর মেশিনের বায়োসেফটি কেবিনেটে ত্রুটির কথা জানতে পেরে তিনি সংশ্লিস্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বরিশাল মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গত দু’দিনে ওই ল্যাবে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন চারজন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়।
Leave a Reply