সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মহড়া দিয়েছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বুধবার (১ এপ্রিল) পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশে ট্রাফিক বিভাগ এ কার্যক্রম করে।
এদিন বেলা ১২টায় নগরীর আমতলার মোড় বিএমপি কমিশনারের কার্যালয় থেকে এ বিশেষ মহড়া শুরু হয়ে সদর রোড, জেলখানার মোড়, নথুল্লাবাদ সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিএমপি কার্যালয়ের সামনে বিভিন্ন যানবাহনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার সাটিয়ে দেন। এ সময় তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। এ ভাইরাসের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ডিসি ডিবি জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকারিয়া রহমান, সহকারী কমিশনার ট্রাফিক (দক্ষিণ) মাসুদ রানা প্রমুখ।
Leave a Reply