শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
সুমন খান বরিশাল প্রতিনিধি || বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের। সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ৫ সেপ্টেম্বর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের জাহাঙ্গীর সরদারের স্ত্রী রেবা বেগমের সাথে একই বাড়ির শাহিন সরদারের স্ত্রী নাজমা বেগমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। উক্ত ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাজমা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে উজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং জাহাঙ্গীর সরদারের পরিবারকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে আসছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে এলাকার ফিরোজ সিকদার, সুলতান খলিফা, সাথী বেগম, পিপুলসহ একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, শাহিন এলাকায় বিভিন্ন রকমের কুকর্ম করে বেড়ায়। আমরা এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ট। এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চুরির ঘটনায় শাহিন ও তার স্ত্রী প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
হাতেনাতে ধরা পড়ায় এলাকায় এ নিয়ে শালিস মিমাংশা হয়েছে বহুবার। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহিনের কুকর্মের বিচার করতে অনিহা প্রকাশ করে। জাহাঙ্গীর সরদারের পরিবারকে পরিকল্পিতভাবে হেনস্তা করার জন্য তুচ্ছ ঘটনাকে বৃহৎ বানিয়ে থানায় অভিযোগ দায়ের করে। ভুক্তভোগী জাহাঙ্গীর সরদার জানান, শাহিন আমার মানসম্মান ও আমার পরিবারের ক্ষতিসাধন করার জন্য উঠেপড়ে লেগেছে। তার অত্যাচারে আমরা অতিষ্ট। এ বিষয়ে এলাকার সচেতন মহল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে।
Leave a Reply