বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার টলঘরে গতকাল বিকেলে কৃষকদের নিয়ে পরিবেশ সম্মত জৈব-বালাইনাশক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইস্পাহানী কোম্পানীর উদ্যোগে জৈব-বালাইনাশক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কৃষকদের বিষাক্ত কীটনাশকের বিকল্প জৈব-বালাইনাশক পদ্ধতিতে কৃষি কাজ করার, অবহিতকরন সভায় অধ্যাপক আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জৈব-বালাই নাশক এর উপকারিতা নিয়ে প্রশিক্ষন প্রদান করেন,শেখ গোলাম মোস্তাইন সহকারি ম্যানেজার ইস্পাহানী।
আলোচানা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলী আজগর মোল্লা,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বনিক ও সাবেক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। এ সময় কৃষকদের মাঝে আলোচনা করেন কৃষক মোঃ জালাল সরদার,কামাল সরদার,আঃমালেক আকন.অনিল গাইন,নেপাল চন্দ্র মন্ডল। ব্যবসায়ী জামাল সরদার,সজলদাস,মিজান কবিরাজ ও রমা রানী।
Leave a Reply