বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ ১৭ মার্চ ২০২০ “মুজিব শতবর্ষের অঙ্গীকার, মানসম্মত শিক্ষা হবে সবার” এই স্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারির সভাপতিত্বে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বিতর্ক, চিত্রাঙ্কন ও জাতির পিতার জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, জেলার দুইবারের শ্রেষ্ঠ ও প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ম্যানেজিং কমিটির সদস্য মোল্লা মোঃ মজিবুর রহমান, সুভাষ চন্দ্র মন্ডল, সহকারি প্রধান শিক্ষক উত্তম অধিকারি, সহকারি শিক্ষক শান্তি রঞ্জন বিশ্বাস, মোঃ ইউসুফ খন্দকার, সুশান্ত অধিকারি, নিখিল অধিকারি, মাইনুল আহসান অভি, মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, মাহিলাড়া ইউনিয়নের সাবেক ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন প্রমুখ। এসময়ে তিনটি দেয়াল পত্রিকা “মুজিব স্মরনে, চিরভাস্কর মুজিব ও মুজিব অন্বেষন” উন্মোচন করা হয়।
Leave a Reply