বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে দিবালোকে এক নারী রুদ্র মুর্তি ধারণ করে হামলায় আহত রোগীদের হাসপাতালে জুতাপেটা করে ভর্তি হতেও বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। লাঠি হাতে মহিলার ছবি তুলতে গেলে সাংবাদিককে হুমকি। স্থানীয় ও হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকসহ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে সোমবার সকালে স্থানীয় বাবুল তাজের সাথে প্রতিবেশী সেকেন্দার মোল্লার জমির পূর্ব বিরোধকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে দু’পক্ষের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় মজিবর তাজ (৪৫), তাঁর মা কাঞ্চন বিবি (৭০), বাবুল তাজ (৫০), কামাল দাড়িয়া, গিয়াস দাড়িয়া আহত হয়। এসময় প্রতিবেশী সালেহা বেগম (৫০) ও কল্পনা বেগমসহ দুই পক্ষের সাত জন আহত হয়। আহতদের মধ্যে মজিবর তাজসহ গুরুতর তাদের রোগীদের উপজেলা হাসপাতালে ভর্তি করতে গেলে প্রতিপক্ষের সেকেন্দার মোল্লার মেয়ে বানেছা বেগম হাসপাতালের বরান্দায় বসে আহত মজিবরকে জুতা পেটা করে। উপস্থিত লোকজন বানেছা বেগমকে সেখানে নিবৃত করলেও পুণরায় হাসপাতালের সামনে প্রকাশ্য মহাসড়কে লাঠি নিয়ে মারধর করার জন্য ধাওয়া করে। এসময় স্থানীয় এক সাংবাদিক ওই নারীর লাঠি হাতে হামলার ছবি তুলতে গেলে তাকেও মারতে উদ্যত হয়ে চরম গালাগাল দেয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে পৌঁছাবার আগেই বানেছা বেগম সটকে পরে। পরে আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply