বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নদীকে জীবন্ত সত্ত্বা হিসাবে ঘোষণা এবং নদীর সীমানায় স্থায়ী পিলার স্থাপনে উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়ে বরিশালে নদীকৃত্য দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরিশাল নদী বন্দর এলাকায় জেলা প্রশাসকের ঘাট সংলগ্ন কীর্তণখোলার তীরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নদী-খাল-জলাধার রক্ষা কমিটি যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। উন্নয়ন রনজিৎ কুমার দত্তের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সৈয়দ হাবিবুর রহমান, আনোয়ার জাহিদ, মো. রফিকুল আলম, শুভংকর চক্রবর্তী, কাজী এনায়েত হোসেন শিবলু, কাজী মিজানুর রহমান ফিরোজ, মো. নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা জেলা প্রশাসকের ঘাট এলাকায় নদীর সীমানার মধ্যে পাকা স্থাপনা নির্মাণে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ওই স্থাপনা অপসারণের দাবি জানান।
Leave a Reply