মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ পণ্যের ব্যবহারের অপরাধে বরিশাল নগরীতে অভিজাত রেস্তোরাসহ চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নগরীর বডটতলা এলাকার বনফুল সুইটস কে ১০ হাজার টাকা, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ওয়েস্টার্ন রেস্টুরেন্ট কে ৩০ হাজার টাকা, একই এলাকার লেকভিউ রেস্টুরেন্ট কে ২০ হাজার টাকা ও ঢাকা শর্মা হাউস কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইলকোর্টে পৃথকভাবে প্রসিকিউশন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া আক্তার ও বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা (স্যানিটারী ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক। মোবাইলকোর্ট পরিচালনাকালে বরিশাল র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদের নেতৃত্বাধীন একটি টিম ও বি এস টি আই’র ফিল্ড অফিসার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
তথ্য নিশ্চিত করে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ পণ্যের ব্যবহারের অপরাধে মোবাইল কোর্টে ওই অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়েছে।
Leave a Reply