মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে পৃথক দুটি অভিযান চালিয় দুই কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে দু’জন নারীও রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ডিবি’র এসআই মো. মহিউদ্দিন আহমেদ-পিপিএম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তথ্য নিশ্চিত করে এসআই মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপাতলী পল্লীবিদ্যুৎ সমিতি-১ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন তিনি ও তার নেতৃত্বাধিন অফিসার-ফোর্স। এসময় সেখান থেকে সাইফুল ইসলাম ও তার দুই স্ত্রী কমলা বেগম এবং লাবনী আক্তারকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
এছাড়া রূপাতলী লালা দীঘির পাড় এলাকা থেকে এক গেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়। এরা হলেন- মাদক বিক্রেতা কাশেম, তার সহযোগী রাসেল, সিয়াম ও রাব্বী। এদের স্থানীয় মান্নান ডাকুয়ার বাড়ি থেকে আটক করা হয়। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মমলা দায়ের করা হয়েছে।
Leave a Reply