বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
গলাচিপা প্রতিনিধি॥ বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অপহৃত জান্নাতুল ফেরদৌস রিমাকে(১৪) উদ্ধার অপহরণকারী মিজানকে(২৩) গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু জাফর দুই দিন ধরে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে অনুসরন করে অবশেষে অপহরনের ৫ দিন পর সোমবার গলাচিপার হরিদেবপুর ফেরি ঘাট থেকে রিমাকে উদ্ধার এবং মিজানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে মামলার অপর দুই আসামি সজিব(১৮) ও হাসানকে(২৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৪ মার্চ গলাচিপা পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে মিজান বাউফল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহিন গাজীর মেয়ে রিমা ও তার বড় বোন রিয়াকে মোবাইল ফেনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পেিবশন করার জন্য গলাচিপায় যেতে বলে।
রিয়া ও রিমা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়র জন্য রওয়ানা করে গলাচিপা উপজেলার পানখালী এলাকায় পৌছলে মিজান ও তার তিন সহযোগী তাদের বহনকারী মটর সাইকলের গতিরোধ করে। এরপর ছোট বোন রিমাকে জোর পূর্বক অন্য একটি মটর সাইকেলে তুলে পশ্চিম দিকে নিয়ে যায়। এতে বড় বোন রিয়া বাধা দিলে অপহরণকারীরা তাকে মারধর করে পালিয়ে যায়। আপহরনের ঘটনায় রিমার মা শাহানাজ বেগম ৭মার্চ শনিবার গলাচিপা থানায় মিজানসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারয় মামলা দায়ে করেন।
গলাচিপা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, অপহরনের মামলা দায়েরের পর থেকে মোবাইল ট্রাকিং ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপহৃত রিমাকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রধান আসামি মিজানসহ তিন আসামীকেও গ্রেপ্তার করা হয়েছে
Leave a Reply