বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
তরিকুল ইসলাম,ববি প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষ উদযাপন শুরু করল। এ উপলক্ষে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
একই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদ এবং গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যসহ সকলে ১ মিনিট নীরবতা পালন করেন এবং দোয়া-মুনাজাতে অংশ নেন। এর আগে উপাচার্য ড. মো. ছাদেকুল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পৌছলে তাঁকে স্বাগত জানান বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স জাদুঘরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
Leave a Reply