সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
আমতলীত প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সলগ্ন গাজীপুর নদীর ওপর প্রায় ৬৬ মিটার দৈর্ঘ্য আয়রন ব্রিজ ডেবে ভেঙ্গে পড়েছে এবং একই ইউপির আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ সলগ্ন তাফাল বাড়ীয়া নদীর উপর ৬৭.৬৬ নির্মিত ব্রীজ ৬ বছর পূর্বে ভেঙ্গে যাওয়ায় আঠারগাছিয়া ইউনিয়নের ১৮ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন রয়েছে।
পশ্চিম সোনাখালী , উত্তর সোনাখালী , আমতলা , গাজীপুর বাজার গ্রাম, কুকুয়া ইউপির কুকুয়া গ্রাম , হলদিয়া ইউপির রাওঘা গ্রাম, ও পাশ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউপির নলুয়াবগী গ্রামসহ ১০গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অপরদিকে গাজীপুর , সোনাখালী, কুকুয়া, সুবান্ধী, তালুকদারহাট, রাওঘা, কাঠালিয়া, পূর্ব গাজীপুসহ ৮ গ্রামের ৫০ হাজার মানুষের যোগা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। প্রায় তিন কিলেঅমিটার ঘুরে সাধারন মানুষের চলাচল করতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ২০০৫ সালে ৬৬ মিটার দৈর্ঘ্য আয়রন ব্রিজ নির্মাণ করায় আঠারগাছিয়া ইউপির আঠারগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী,উত্তর সোনাখালী,আমতলা,গাজীপুর বাজার গ্রাম,কুকুয়া ইউপির কুকুয়া গ্রাম,হলদিয়া ইউপির রাওঘা গ্রাম, ও পাশ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউপির নলুয়াবগী হাজার মানুষের সড়ক যোগাযোগের যুগান্তকারী পদক্ষেপ হয়। স্থানীয়রা জানান ব্রিজ নির্মাণের পরে রক্ষাণাবেক্ষণের কোন ব্যবস্থা নেয়া হয়নি। স্থানীয়রা আরো জানান ,প্রতিদিন ইট, বালু ও চাল বোঝাই ট্রলি চলাচল করায় ব্রিজটি ক্রমশ দুর্বল হয়ে গত দুই বছর পূর্বে ডেবে যায় মাঝখান দিয়ে ভেঙ্গে নদীতে পরে যাওয়ার পথে । দেয় বছর পূর্বে জেলা প্রকৌশলীর কার্যালয়ে ব্রিজটি অধিক ঝুকিপূর্ন সকল প্রকার যানবাহন চলাচল নিষেধ করে সাইনবোর্ড টানিয়ে দেয়। এর পর আর কোনো খোজ নাই সংশ্লিষ্ট বিভাগের।
গাজীপুর সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠশ্রেনীর ছাত্র রুবায়েত বলেন , তিন কিলোমিটার ঘুরে মাদ্রাসায় আসতে হয় অনেক কষ্ট করতে হয়। গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ইসরাত বলেন ব্রীজ ভেঙ্গে যাওয়ায় এমনিতেই তিন কিলোমিটার ঘুরে আসতে হয়।তাও আবার বর্ষা মৌসুমে স্কুলে আসতে পারিনা গাজীপুর বন্দরের পূর্ব মাথা জোয়ারের পানিতে তলিয়ে থাকে। কোনো ক্রমেই স্কুলে আসা সম্ভব নয়। গাজীপুর সিনিয়র ফাজিল মমাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, ব্রীজটি ডেবে ভেঙে যাওয়ায় গাজীপুর মাদ্রাসা,গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়,গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তিন কিলোমিটার পথ ঘুরে আসতে হয় অনেক কষ্ট করে।বর্ষার সময়ে জোয়ারের সময় গাজীপুর বন্ধরের পূর্বমাথা ডুবে থাকায় স্কুল মাদ্রানায় আসাই সম্ভব হচ্ছেনা ছাত্র/ছাত্রীদের। আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও গাজীপুর সিনয়ির মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সোহেল সালাম মোল্লা বলেন জনগনকে যাতায়াতে দুর্ভোগের শেষ নেই। তিনি অতিদ্রুত ব্রীজটি সংস্কার নতুন ব্রজি নির্মান করার দাবী জানান।
Leave a Reply