বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় পৃথকস্থানে বিদ্যুতায়িত হয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আলী আকবরের ছেলে দুই সন্তানের জনক মাসুম আকন (৩০) বাড়ির পাশে ডোবায় মর্টার দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের স্বজনেরা মাসুমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল ফাহাদ মাসুমকে মৃত ঘোষনা করে।
অপরদিকে একই দিন দুপুরে কাঠিরা গ্রামে বিদ্যুতায়িত হয়ে মারা যায় কার্তিক মন্ডল নামের (৬০) বছরের এক বৃদ্ধ। কার্তিক মন্ডল নতুন ঘর নির্মান করছিলেন। স্থানীয় ইলেকট্রিশিয়ান বিপ্লব হালদার কার্তিকের পুরান ঘরের মিটার খুলে তা থেকে নতুন ঘরে সাইড লাইন করিয়ে দিয়েছিলেন।
সাইড লাইনের তার লিক থাকায় সোমবার দুপুরে কাজ করা লোকজন বিদ্যুতায়িত হয়। এর মধ্যে কার্তিক ঘটনাস্থলেই মারা যায়। পৃথক ঘটনায় অপমৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
Leave a Reply