বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি। সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টায় বিদ্যালয় মিলনায়তনে এ ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা শিক্ষাখাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অদিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন , উপ-পরিচালক মোকছেদুল ইসলাম, ডিইও মোঃ আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান খান, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,
মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকার, প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ, যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু প্রমুখ। এসময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পারদর্শীতা দেখে করতালির মাধ্যমে অভিনন্দন জানায়।
Leave a Reply