আগৈলঝাড়ায় রাতের আধাঁরে বাজারের সরকারী জায়গা দখল, বিক্ষোভ Latest Update News of Bangladesh

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




আগৈলঝাড়ায় রাতের আধাঁরে বাজারের সরকারী জায়গা দখল, বিক্ষোভ

আগৈলঝাড়ায় রাতের আধাঁরে বাজারের সরকারী জায়গা দখল, বিক্ষোভ




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় রাতের আধাঁরে বাজারের সরকারী জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যুদের ছয়টি ঘর উত্তোলন। দখলের প্রতিবাদে বাজার ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে। প্রশাসন সরেজমিনে গিয়ে ভূমিদস্যুদের বিচারের আশ্বাস দিলে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নতুন আস্কর কালীবাড়ি ৬৮শতাংশ সরকারী জায়গার উপর বাজার বসায় স্থানীয়রা। রাস্তার পাশ ও সরকারী জায়গায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে ওই বাজারে। প্রতি সপ্তাহে ওই বাজারে দু’দিন হাট বসে।

স্থানীয় হরেন ওঝা ও ভদ্রকান্ত জানান, জেলা প্রশাসকের অনুকুলে বাজারে দান করা জমির মধ্যে ১৯শতাংশের একটি ডোবা ছিল। বাজারের প্রয়োজনে ২০১১সালে বাগধা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারী অর্থায়নে ডোবাটি ভরাট করা হয়। ভরাট করা জায়গায় স্থানীয় ব্যবসায়ীরা দোকানের জন্য জায়গা বরাদ্দ চেয়ে ৪-৫ বছর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করে।

অন্যদিকে বাজারের অপর ব্যবসায়ীরা বাজার ব্যবস্থাপনার জন্য টল ঘর নির্মানের দাবি জানিয়ে আসছিল। বৃহস্পতিবার ব্যাবসায়ীসহ স্থানীয় লোকজন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গেলে ওই সুযোগে গভীর রাতে চক্রীবাড়ি গ্রামের সুন্দর আলী হাওলাদারের ছেলে স্থানীয় প্রভাবশালী মোবারক হাওলাদার ও তার ছেলে মাহাবুব হাওলাদারের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল বাজারের ওই ১৯ শতাংশ খালি জায়গার উপর ছয়টি দোকান ঘর নির্মান করে দখল করে।

শুক্রবার সকালে ব্যবসায়ীরা ও স্থানীয় জনগন বাজারের জায়গা দখল করে ঘর নির্মান দেখে বিক্ষোভে ফেটে পরে। ব্যাবসায়ীরা জায়গা অবৈধ দখলমুক্তর দাবিতে অনির্দ্দিষ্ট কালের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানাতে শুরু করে। একপর্যায়ে রাতের আধাঁরে দখল করা ছয়টি দোকান বিক্ষোভকারীরা ভেঙ্গে পাশ্ববর্তি খালে ফেলে দেয়।

এ ঘটনা জেনে উপজেলা সহকারী কমমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরীন তন্বী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, ইউপি সদস্য অশোকসহ অনেক লোকজন বাজারে উপস্থিত হয়।

পরে অবৈধ দখল উচ্ছেদ করা যায়গায় ব্যবসায়ী ও উপস্থিত সাধারন জনগনের সন্মুখে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত অবৈধ দখলদারের বিরুদ্ধে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি)কে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে যে কোন মূল্যে সরকারী জায়গা বাজারের অনুকুলে রাখার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী উপস্থিত লোকজনকে জানান, দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে দলখদাররা পলাতক থাকায় তা কার্যকর করা সম্ভব হয়নি। তবে তিনি একাধিক দখলদারদের তালিকা প্রনয়ন করেছেন। যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD