শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ রহস্যজনকভাবে নিখোঁজের চারদিন পরেও সন্ধান মেলেনি জেলার প্রাচীণতন ব্যাণিজিক বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দরের স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব রাহার। ফলে নিখোঁজের পরিবারের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিখোঁজ বিপ্লবের পরিবারের সদস্যরা জানান, গত ১৭ ফেব্রুয়ারী সকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় বিপ্লব। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। পরে বুধবার রাতে থানায় একটি সাধারণ ডায়রী করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারসহ নিখোঁজের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
Leave a Reply