শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী পৌরসভার বানিয়াশুরী শরীফ ৩ নং ওয়াড থেকে ২২পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রেতা সাবেক ছাত্র সংসদের ভিপি জাকির হোসেন সরদারকে (৪২ ) গ্রেফতার করেছে বিশেষ গোয়েন্দা শাখার পুলিশ।
বিশেষ গোয়েন্দা শাখার পরিদর্শক রাজ্জাক মোল্লা জানান , গোপণ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একদল পুলিশ বুধবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে গৌরনদী পৌরসভার ৩ নং ওয়াডের গৌরনদী ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসেনের বাড়ীর পিছনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় বরিশাল গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃ নোমান জাকির হোসেনকে গ্রেফতার করে । জাকির হোসেনের প্যান্টের পকেট থেকে ২২ পিস ইয়াবা পায়। জাকির হোসেন গৌরদীর ৩ নং ওয়াডের বাসিন্দা মোঃ কাঞ্চন আলী সরদারের পুত্র।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃ নোমান বাদি হয়ে আটককৃত মাদক বিক্রেতাকে আসামি করে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
Leave a Reply