শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল১০ টা থেকে ২ টা পর্যন্ত পাতার হাট বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। বরিশাল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিঞার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বন্দরের পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত ডাঃ লেখার অপরাধে মামুন মেডিকেল হলের ৭ হাজার টাকাসহ বিভিন্ন ধরনের অপরাধের কারণে কামাল মেডিকেল হলের ৩ হাজার টাকা, ফায়ার সার্ভিস রোডে অবস্থিত মর্ডান বেকারীকে ৫ হাজার টাকা ও গাউসুল আজম কোদাল পুরী হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা, মেহেন্দিগঞ্জ স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম উপস্থিত ছিলেন।
Leave a Reply