রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাংস্কৃতিক সংগঠন উদীচী ও বরিশাল নাটকের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী বসন্ত বরন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। নগরীর জগদিশ সারস্বত গার্লস স্কুল এ- কলেজ মাঠে বরিশালের একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতিজন নিখিল সেনকে উৎস্বর্গ করে শুক্রবার বিকেলে এ উৎসবের উদ্বোধণ করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক বদিউজ্জামান।
উদ্বোধনী দিনে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ আলোচনা অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসব মেলায় বিভিন্ন ধরনের ১০টি স্টল বসেছে। আজ ১৬ ফেব্রুয়ারী বিকেলে তিন দিনব্যাপী বসন্ত বরন উৎসব শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন বরিশাল প্রেক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল, মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সচেতন নাগিরক কমিটির জেলা সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি কাজল ঘোষ, কবিতা আবৃত্তি সংগঠনের সভাপতি আজমল হোসেন লাবু, নাট্যকার আবুল খায়ের সবুজ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারতি, উদীচীর সদস্য পাপিয়া জেসমিন ও জগদ্বীশ সারস্বত স্কুল এ- কলেজের অধ্যক্ষ মোঃ শাহে আলম।
অপরদিকে “বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা বইল প্রানে দখিন-হাওয়া আগুন-জ¦ালা” প্রতিপাদ্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বসন্ত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শুক্রবার বিকেলে এ উৎসবে জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হাসানুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল প্রমুখ।
উৎসবে বসন্তের গানে গানে বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পরিপূর্ন হয় দর্শনার্থীদের। এদিকে শনিবার সকাল দশটায় সরকারী ব্রজমোহন কলেজ প্রাঙ্গনে সংস্কৃতি পরিষদের আয়োজনে বসস্ত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সংস্কৃতিক পরিষদের সভাপতি খায়রুল হাসান সৈকতের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন সরকারী ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার প্রমুখ। উৎসবে সাংস্কৃতি পরিষদের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বরিশাল সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ উৎসবে শুক্রবার দিনভর শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply