সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিবির এসআই মো. সৈয়দ খায়রুলের নেতৃত্বে রহমতপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডস্থ বরিশাল এয়ারপোর্ট মোড়ে একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো-,উজিরপুর পৌরভাসার সাত নম্বর ওয়ার্ডে শিকদার বাড়ির বাসিন্দা মো. মালেক সিকদারের ছেলে মো. মাসুদ রানা টিপু ও তার সহযোগী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত শহিদুল ইসলাম মোল্লার ছেলে মো. শামীম মোল্লা। শামীম উজিরপুরের ইচলাদীতে সাকুরা ফিলিং ষ্টেশনের কর্মচারী। তাদের দু’জনের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply