মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত, বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বাজারে আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো.আফজাল হোসেনের সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল রব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস,
আগৈলঝাড়া থানা ওসি তদন্ত নকিব হোসেন আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নিত্যানন্দ মজুমদার, এসআই তৈয়বুর রহমান, সাংবাদিক ওমর আলী সানি, মো. জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে হলে সবার এক সাথে কাজ করতে হবে।
বিদ্যালয়ের ছুটির সময় শিক্ষার্থীদের বখাটেরা ইভটিজিং করলে তাৎক্ষনিক থানাকে জানাতে হবে। কেহ মাদক সেবন করলে তাকে ধরে পুলিশের হাতে দিতে হবে। কোথাও বাল্যবিয়ে হলে উপজেলা প্রশাসনকে জানাবেন। তারা পুলিশ পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিবে।
Leave a Reply