মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সেড কোডে ভুল করায় জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ১৩ জন দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষার্থীদের রোল নম্বরগুলো হলো- ১৯৭১২৪, ১৯৭১৪৭, ১৯৭১৬১, ১৯৭১৫৫, ১৯৭৩৫৭, ১৯৭৩৬৪, ১৯৭৩৭৫, ১৯৭৪২৫, ৬২৬২২০, ৬২৬২২৫, ৬২৬২৭৯, ৭০৩৫৬৪, ৪২২২২৫।
কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা আবু সাইয়্যেদ মোঃ কামেল জানান, মঙ্গলবার অংক পরীক্ষার বিভিন্ন মাদ্রাসার ১৩ পরীক্ষার্থী নৈবেত্ত্বিকের সেডকোড ভরাটে অনিয়ম করে।
পরীক্ষার্থীরা খাতা জমা দেওয়ার পর বিষয়টি গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন ও তার (কেন্দ্র সচিব) কাছে ধরা পরলে ওই ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
Leave a Reply