মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিভাগের ভোলা জেলার উত্তর ভেদুরিয়ার গ্যাস ক্ষেত্র রাশিয়ার গাজপ্রম কোম্পানিকে লিজ দেয়ার প্রতিবাদ করাসহ নতুন গ্যাস কুপ বিনাদরপত্রে রাশিয়ান গজপ্রম কোম্পানীর সাথে সমঝোতা স্মারক বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালক করা হয়।
সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য কমরেড নিমাই মন্ডল, অধ্যাপক জলিলুর রহমান, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, অধ্যাপক দুলাল মজুমদার, দেওয়ান আবদুল রশিদ নিলু, নবীন আহমেদ প্রমুখ। বক্তারা দেশের সম্পদ রক্ষার করার আন্দোলনে সকলকে সোচ্চার হওয়ার আহবান করেন।
Leave a Reply