বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় জুতার সোল্ডের গুদামের আগুন নিয়ন্ত্রণে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই আগুন লাগে। পরে ৮টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, জুতার সোল্ডের গুদামটি জনৈক মিন্টু মিয়ার। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম। তিনি বলেন, প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply