মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে উপজেলার স্থানীয় কুঞ্জের হাট ও মনিরাম বাজারে ৩০ টি পাকা ও ২৭ টি আধা পাকা মিলিয়ে ৫৭ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী। শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল পৌনে ৩ টা পর্যন্ত তিনি ওই অভিযান পরিচালনা করে ভোলা-চরফ্যাশন আ লিক মহাসড়কের পাশে ওই দুই বাজারে সড়ক ও জনপথ বিভাগের জমি উদ্ধার করেন।
ইউএনও বশির গাজী জানান, দীর্ঘদিন একটি মহল সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধ স্থাপনা নির্মান করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। অনেকে নির্মিত দোকান ঘর ভাড়াও দেয়। সংশ্লিষ্ট বিভাগ একাধিকবার ওই স্থাপনা ভেঙ্গে ফেলতে নোটিশ প্রদান ও মাইকিং করলেও কেউ কর্ণপাত করেনি। শুক্রবার সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তার বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
ওই সময় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাসেল, সার্ভেয়ার মো. আ. রাজ্জাক, পুলিশ কর্মকর্তা,ফায়ার সার্ভিস প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোক এ অভিযানকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply