সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ শীত মৌসুমে পিরোজপুরে স্থানীয় বাজার গুলোতে দেখা দিয়েছে ব্যাপক ইলিশের সমারোহ। খুচরা মৎস বিক্রেতাদের অধিকাংশের কাছে রয়েছে ছোট-বড় নানা সাইজের ইলিশের ডালা। বাজার দর নিয়ন্ত্রণে থাকায় ক্রেতারাও ভিড় করছেন ইলিশের দোকানে।
স্থানীয় কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, তাজা ইলিশ পেয়ে খুশি রয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। এর আগে শীত মৌসুমে এতো ইলিশ দেখেননি ব্যবসায়ী ক্রেতা কেউই।
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। সময়টা এখন ইলিশের মৌসুম না হলেও দক্ষিণ উপকূলীয় এলাকা পিরোজপুরের ইন্দুরকানীর কঁচা ও বলেশ্বর নদে জেলেদের দিন ফিরেছে। জেলেরা জাল ফেললে কেউ খালি হাতে বাড়ি ফিরে না। প্রত্যেক জেলে কমপক্ষে ২-৩ কেজি করে ইলিশ ধরছে। যার বাজার মূল্য প্রতি কেজি ছোট ইলিশ ৫-৬শ টাকা আর বড় ইলিশ ৮-১২শ টাকা। তবে এবার ভরা মৌসুমের শুরুতে সাগরে পর্যাপ্ত ইলিশ পাওয়া যায়নি। কেউ বলছেন সরকার মা ইলিশ ধরতে নিষেধাজ্ঞা জারি করায় এখন বিপরীত মৌসুমেও মিলছে ইলিশ। আবার কেউ বলছেন প্রচণ্ড শীতের কারণে সমুদ্রের ইলিশ চলে আসছে নদীতে।
পিরোজপুর শহরের মাছ ব্যবসায়ীরা জানায়, গেলো দুই সপ্তাহ ধরে জেলেদের জালে ধরা পরছে এক কেজি থেকে দেড় কেজি ওজনের বড় আকারের ইলিশ। স্থানীয় বাজারে যা প্রতি কেজি ৮শ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাইকাররা দিনে ১ থেকে দেড় লাখ টাকার মাছ বিক্রি করছেন। এতে দারুণ খুশি জেলে ও ব্যবসায়ীরা। আবার দাম নিয়ন্ত্রণে থাকায় ইলিশ কিনে খুশি ক্রেতারাও। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, বছর জুড়ে নদীতে মাছ ধরার ওপর সরকারের বিভিন্ন কর্মসূচি থাকায় এই অঞ্চলের নদীগুলোতে ইলিশের অভয়াশ্রমে পরিনত হয়েছে।
Leave a Reply