মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেহেন্দিগঞ্জ উপজেলার কোন পরীক্ষার হলে নকল পাওয়া গেলে ছাত্র-ছাত্রীর পরিবর্তে হলে দায়িত্বরত শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় হুঁশিয়ারি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে। জানাগেছে মেহেন্দিগঞ্জে প্রথম বারের মতো নকলমুক্ত পরীক্ষা নেওয়ার লক্ষে সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে চলছে ২০২০ শালের এসএসসি ও দাখিল পরীক্ষা। এই উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রের সবকটি হলেই স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা)। যা সার্বক্ষনিক মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দে।
মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার জানান এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২০ জন, লেঙ্গুটিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৩০ জন, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭১৭ জন, উলানিয়া করনেশন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯৯ জন, উদয়পুর মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৯১ জন, পাতারহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৭৩৩ জন ও সন্তোষপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৪৬ জনসহ সর্বমোট ৪৫৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
নদী বেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলায় এই প্রথম সিসি ক্যামেরার আওতায় শান্তিপূর্ন ও মনরোম পরিবেশে নকলমুক্ত ভাবে পরীক্ষা চলায় উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন এখানকার সচেতন অভিভাবক ও এলাকাবাসী। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করছেন।
এসময় তিনি নকলমুক্ত পরীক্ষা সম্পন্ন করার লক্ষে হুশিয়ারী করে বলেন, এবার পরীক্ষা হলে নকল পাওয়া গেলে ছাত্র-ছাত্রীর পরিবর্তে হলে দায়িত্বরত শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply