বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নগরীর রূপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তরের মেইন গেইটের সামনে চেকপোষ্ট বসিয়ে রাসেল বেপারী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে বায়েজিদ মল্লিক নামের আরও একজনকে আটক করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো-পিরোজপুর জেলার বাসিন্দা হাকিম বেপারীর পুত্র রাসেল বেপারী (২৭) ও একই জেলার মাহাবুব হোসেনের পুত্র বায়েজিদ মল্লিক (২৮)।
র্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চেকপোষ্ট বসিয়ে চট্টগ্রাম থেকে বরগুনার পাথরঘাটাগামী দিদার পরিবহন বাসে তল্লাশী চালায়। এসময় রাসেল বেপারীর কাছে অচল আইপিএস’র মধ্যে বিশেষভাবে রক্ষিত ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে চালানের মূলহোতা বায়েজিদ মল্লিককে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply