মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: বরিশালের বানারীপাড়ায় রোববার সকাল পৌনে ৮টার দিকে থানার সন্মূখে বন্দর বাজারের কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে ব্যবসায়ী ও প্রতক্ষদর্শীরা অভিযোগ করেছেন অগ্নিকান্ডের খবর সাথে সাথে পেয়েও বানারীপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় ৪০ মিনিট পরে দুর্ঘটনা স্থলে এসে পৌছায়। এতে করে ব্যবসায়ীদের অনেক বেশি ক্ষতি হয়।
তবে বানারীপাড়ার চেয়ে পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ফায়ার সার্ভিস টিম দ্রুত পৌছে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এর পূর্বেই চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। জানাগেছে শহিদুল ইসলামের ‘হুজুর মোবাইল সার্ভিসিং’ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে তার পাশের নিজের অপর একটি মোবাইল সার্ভিসের দোকান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ.সালের লেপ তোষক ও জাহিদুল ইসলামের মোবাইল সার্ভিসের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আ. সালামের লেপতোষকের দোকানে রাখা ফুটপাতের দোকানী সেলিম হোসেনের গার্মেন্টের মালামালও পুড়ে যায়।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের পর থেকে তা নেভাতে থানার ওসি শিশির কুমার পাল সহ স্থানীয়রা ভূমিকা রাখেন। নিজ উপজেলার ফায়ার সার্ভিস কর্মীদের বিলম্বে আসায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে অগ্নিকান্ডের খবর জানতে পেরে বরিশাল থেকে ঢাকায় যাওয়া বাতিল করে বানারীপাড়ায় ছুঁটে আসেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, ওসি (তদন্ত) জাফর আহম্মেদ, মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply