সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ উড্ডয়নের আগেই বরিশাল বিমানবন্দরে অচল হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের একটি ইঞ্জিন চালু না হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন বিমানের প্রায় ৭০ যাত্রী। শেষ পর্যন্ত বিমানটি সচল না হওয়ায় যাত্রীরা ফিরে গেছেন বলে জানা গেছে।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথিন্দ্রনাথ চৌধুরী ভয়েস অব বরিশালকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটটি পুনরায় ১২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে বিমান চালুর সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে স্থানীয়ভাবে সচল করার চেষ্টা করেও সমাধান কারা যায়নি। ফলে ওই ফ্লাইট বাতিল করা হয়।
তিনি বলেন, বিমানটি ৭৬ আসন বিশিষ্ট হলেও রবিবার এর যাত্রী কিছু কম ছিল। তবে ইতোমধ্যেই বিমানটি সচল করতে ঢাকা থেকে টেকনিশিয়ান আসছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় পুনরায় ফ্লাইটটি চালু করা যাবে। এ সময় যাত্রীদের ব্যাপারে তিনি বলেন, ‘অনেকেই চলে গেছেন। তবে কেউ কেউ বেসরকারি বিমানে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।’
বিমানটির একাধিক যাত্রী অভিযোগ করেন, তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথম থেকেই স্পষ্ট কিছুই বলেনি। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে সকলকে। পুরনো প্রযুক্তিসম্পন্ন বিমান হওয়ায় এমন ত্রুটি দেখা দিয়েছে। আগেভাগে বিষয়টি ধরা না পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এ সময় সরকারি এই বিমানের সার্ভিসের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন স্টাফ জানান, উড্ডয়নের আগে দেখা যায় বাংলাদেশ বিমানটির বাম পাশের ইঞ্জিন চালু হচ্ছে না। একপর্যায়ে দুপুর ২টার পর যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেন।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম ভয়েস অব বরিশালকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি বাতিল হয়েছে বলে কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন। তবে যাত্রীদের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম বিমানবন্দরে সচেষ্ট ছিল বলেও উল্লেখ করেন তিনি।
Leave a Reply