বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বয়সা গ্রাম থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ৬ রাউন্ড গুলি, ৬ রাউন্ড গুলির খোসা ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক বিক্রেতা বেলায়েত মাতুব্বর আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। আটককৃত বেলায়েত ওই গ্রামের জালাল মাতুব্বরের পুত্র।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার বয়সা গ্রামে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৬ রাউন্ড গুলির খোসা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ ১১ টি মামলার আসামী মাদক কারবারী বেলায়েত মাতুব্বর আটক করে।
এ ঘটনায় শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় র্যাব-৮ এর সিপিএসসিথর ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
Leave a Reply