শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল //
চেক প্রতারনা মামলায় নগরীর ভাটিখানা এলাকার সাইফুল ইসলাম রাজুর সাজা ও অর্থদন্ড দিয়েছে আদালত। গত মঙ্গলবার বরিশাল ৩য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুম বিল্লাহ আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম রাজু বরিশাল নগরীর ভাটিখানা পুজা মন্দির সংলগ্ন মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায় প্রায় ২বছর পূর্বে ভাটিখানা আবগারি সংলগ্ন সড়কের বাসিন্দা মৃত এমদাদ হোসেন শরীফের ছেলে এমরান হোসেন শরীফ (রিমন), এর নিকট থেকে ব্যবসায়িক প্রয়োজনে দার বাবদ ১ লাখ টাকা নেয় রাজু। পরে টাকা ফেরত চাইলে ১লাখ টাকার একটি চেক প্রদান করেন।
চেকটি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় ডিজঅনার হলে, টাকার জন্য বার বার বলা হলে টাকা না দেয়ায় বরিশাল আদালতে মামলা করেন এমরান হোসেন রিমন। মামলাটি সাক্ষ্য প্রমান শেষে অপরাধ প্রমানিত হওয়ায় অঅদালতের বিচারক সাইফুল ইসলাম রাজুকে ৩ মাসের কারাদন্ড এবং সমপরিমান টাকা জরিমানার আদেশ দেন। সাজাপ্রাপ্ত সাইফুল পলাতক রয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড.অজয় কুমার সাহা।
Leave a Reply