বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের আছিয়া ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে গতকাল সোমবার বিকালে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস চাঁদাবাজি, বাল্য বিবাহ, ইভটিজিং বন্ধে তথা আইশৃংখলা সমুন্নত রাখতে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাসুম আকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সহকারি পুলিশ সুপার আঃ রব হাওলাদার। সভায় প্রধান অতিথি সকল প্রকার অপরাধ দমনে ও অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশকে যথাসময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে বক্তাব্য রাখেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারি। এ ছাড়াও বক্তব্য রাখেন সালাউদ্দিন কাওছার, বেল্লাল হোসাইন, মোঃ আশ্রাফুল, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ হারুন অর রশিদ সিকদার, মোঃ সালাম হাওলাদার,নিয়াজ আহম্মেদ অভি। সভায় কেদারপুর ইউনিয়নের সর্বস্তরের শত শত লোক উপস্থিত ছিলেন।
Leave a Reply