সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার ভাইটশালী গ্রামে ভাইটশালী জামে মসজিদের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।তারা হলো ওই গ্রামের আলমগীর হাওলাদারের সন্তান মো. ইমরান (৭) ও আয়েশা (৫)।
স্থানীয়রা জানায়, ইমরান ও আয়েশা বাড়ির পাশে মসজিদে খেলছিল। কিছুক্ষণ পর মসজিদের পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় আয়েশার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে আয়েশাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এ সময় পুকুর পাড়ে আরও এক জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে সবার সন্দেহ হয়। এরপর পুকুর থেকে ইমরানেরও মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানান, ওই দুই শিশুর বাবা আলমগীর হাওলাদার রাজধানীর একটি হোটেলে বাবুর্চির কাজ করেন। ওই শিশু দুটি ছাড়া আলমগীরের আর কোনো সন্তান ছিল না।গুঠিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিভাবকরা সচেতন হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
Leave a Reply