শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় সামাজিক দ্বায়বদ্ধতার কারনে ফের আলোচনায় এসেছেন এ এস আই জাহিদ হোসেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও যেসব চিত্র নজরে আসেনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি বা সমাজ সেবকদের। এমনই একটি রাস্তার বেহাল চিত্র নজরে পরে বানারীপাড়া থানার বিভিন্ন সময়ের আলোচিত মুখ এএসআই জাহিদ হোসেনের।
তারই ধারাবাহিকতায় ২১ আগষ্ট বুধবার রায়ের হাট সংলগ্ন কালিবাড়ী রোডের বিগত বছরের ঝোপ জঙ্গল পরিস্কারের উদ্যোগ নিয়ে নিজ হাতেই পরিচ্ছন্ন কাজে নেমে যান। এ এসআই জাহিদ হোসেন জানান গত বছরের জুলাই মাসে পৌর শহরের ৭নং ওয়ার্ডের জনৈক হাফিজ হোসেনের বাড়ী ডাকাতি হয়।
তিনি আরও জানান,ডাকাতি শেষে ওই ঝোপ জঙ্গলে লুকিয়ে আশ্রয় নিয়েছিল ওই ডাকাত দল। বর্তমানে ওই স্থানটি ঝুকিপুর্ণ হওয়া স্বত্তেও জঙ্গল পরিস্কারের উদ্যোগ কেউ না নেয়ায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি নিজের হাতে পরিস্কারের কাজ শুরু করেন।
এ সময় তার সাথে ছিলেন বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহাম্মেদ সাজু। উল্লেখ্য এর আগেও তিনি ১৫ জানুয়ারি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে কয়েকটি গ্রামের সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে ওই ইউনিয়নের হাওড়াবাড়ির কোনা থেকে পশ্চিম ইন্দের হাওলা (চব্বিশ পরগোনা) পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা,ব্রাক্ষ্মনবাড়ি, ইন্দের হাওলা, মালিকান্দা, সাতবাড়িয়া ও তেঁতলা গ্রামের কয়েক শত জনগণ চলাচলের রাস্তা, এছাড়াও দীর্ঘ বছর পর্যন্ত ইট উঠে গিয়ে কয়েকটি সড়কের রুগ্ন দশার রুপ পরিবর্তন করে দেন।
Leave a Reply