শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ৮৬নং পূর্ব চাঁদাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামীলীগ। সরকারিভাবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালন করার নির্দেশনা থাকলেও ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক আব্দুল লতিফের খামখেয়ালিতে শোক দিবস পালন হয়নি ওই প্রতিষ্ঠানে। জানাযায়, ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক আব্দুল লতিফ ১৫ ই আগষ্ট বিদ্যালয়ে শোক দিবস পালনের আয়োজন না করে সকালে বিদ্যালয়ে একটি পতাকা টানিয়ে নিজের ধান ক্ষেতে বীজ বপন করতে নেমে পরে। এদিকে বিদ্যালয়ে ২জন সহকারি শিক্ষকরা এসে প্রধান শিক্ষক কে না পেয়ে চলে যায়।
স্থানীয় সূত্রে জানাযায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিগত দিনেও এরকম করে আসছে। বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান বাবদ যেমন মা সমাবেশ, আন্তঃ ক্রীড়া ফান্ডের ১০ হাজার ও বিজয়ফুল অনুষ্ঠানের ১০ হাজার টাকা বরাদ্ধ কৃত সরকারি অর্থ আত্মসাৎ করা অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া আদালতে মামলা করে বিদ্যালয়ে প্রধান শিক্ষক যোগদান ঠেকিয়ে রেখেছে তিনি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় শোক দিবস পালন করা হয়নি। শোক দিবস পালন না করা নিয়ে মানবিক দৃষ্টিকোন থেকে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানিয়ে দুর্নীতির প্রসঙ্গ এরিয়ে যান তিনি।
এব্যপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জমিদাতা আলহাজ¦ আব্দুর রব বলেন, বিদ্যালয়ের কোন ব্যাপরে পরিচালনা পরিষধকে প্রধান শিক্ষক অবহিত করে না। বিদ্যালয়ের উন্নয়নে এখন পর্যন্ত কোন আলোচনা সভার ব্যবস্থা করা হয়নি। জাতীয় প্রোগ্রামগুলোও সে এরিয়ে যায়। এব্যপারে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
Leave a Reply