বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল বালী ফের আটক হয়েছে। সে ঐ গ্রামের মালেক বালীর ছেলে ।
বুধবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খোন্দকার আবুল খায়েরের নির্দেশে এস আই গোলাম মোস্তফা ও এ এস আই জাহাঙ্গীর হোসেন উপজেলার কচুয়া গ্রামে অভিযান চালিয়ে চেয়ারম্যানবাড়ির সামনে থেকে তাকে আটক করেছে। তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মাদক ব্যবসায়ী জামাল বালী এর আগেও দুবার ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে জামিনে বেরিয়ে আসে । শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply