সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে বাসের চাপায় ফজলুল হক (৭৫) নামে এক বৃদ্ধর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত ফজলুল হক উজিরপুর উপজেলার সানুহার এলাকার আফসার উদ্দিনের ছেলে।মঙ্গলবার (১৩ আগষ্ট) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে সকালে উজিরপুরের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের স্বজন শাকিল মাহামুদ জানান, বৃদ্ধ ফজলুল হক সড়কের পাশ দিয়ে হাটছিলেন। এসময় বরিশাল থেকে উজিরপুরের সাতলাগামী একটি বাস তাকে চাপা দেয়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদীর হাইওয়ে থানা পুলিশ।
Leave a Reply