শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ডেঙ্গু প্রতিরোধে বিভাগীয় ভূমি কমপ্লেক্স, বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে জনসচেতনতা বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে। উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল এর কার্যালয়, জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয় এবং বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ কমর্সূচি পালিত হয়।
কমর্সূচিতে উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল তরফদার মো: আক্তার জামীল, জোনাল সেটেলমেন্ট অফিসার মো: আহসান হাবীব, বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিকসহ উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল এর কার্যালয়, জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয় এবং বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এর ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি অফিস সমূহের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সে প্রেক্ষিতে ঈদের ছুটি শুরুর আগেই বৃহস্পতিবার এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল তরফদার মো: আক্তার জামীল বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হলে ডেঙ্গু বিস্তার লাভ করতে পারবে না। ডেঙ্গু আতংকে না ভুগে তিনি সকলকে নিজ নিজ অফিস চত্বর ও আবাসিক কমপ্লেক্স নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহবান। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান বিষয় যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply