শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বরিশালের গৌরনদীতে বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেন জেরিন, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া,
সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, প্রকল্প কর্মকর্তা আহসান হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্টানের শুরুতে ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply