রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর ও দোহার জয়পাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮।গ্রেফতারকৃতরা হলেন- আজিজুল হক ওরফে আজিজ (২৫) ও মুফতি আ. হাকিম। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার উপপরিচালক মেজর রইসুল ইসলাম মনি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেএমবির এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দু’জনই জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। বরিশাল ও ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে উগ্রপন্থী কর্মকাণ্ডের জন্য সদস্য সংগৃহ করে থাকে।
Leave a Reply