বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, ছেলেধরা-গলাকাটা একটি গুজব, কেউ গুজবে বিভ্রান্তি হবেন না। আর ছেলেধরা-গলাকাটা কাউকে সন্দেহ হলে তাকে গণপিটুনি না দিয়ে পুলিশের কাজে সোপর্দ করেন।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে গণসচেতনা সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরে বেলুন উড়িয়ে গণসচেতনা সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপ-পুলিশ কমিশনার মোক্তার হোসেন, ডিসি ট্রাফিক খায়রুল ইসলাম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ সহ পুলিশের প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply