মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সরকারি কলেজের এক শিক্ষক বখাটেদের হামলার শিকার হয়েছেন। বুধবার (২৪ জুলাই) দুপুরে ক্যাম্পাসের অভ্যন্তরে তার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। উপাধ্যক্ষ প্রকাশ মালাকারের ওপর হামলাকে কেন্দ্র করে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হামলাকারীদের একজন মেহেদী হাসানকে (১৯) আটক করলে পরিবেশ শান্ত হয়।
কলেজ সূত্র ও পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদি হাসান এক যুবককে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তারা শিক্ষার্থীদের মাঝে ঘোরাঘুরি করে নানা অঙ্গভঙ্গি করেন। এই বিষয়টি উপাধ্যক্ষ প্রকাশ মালাকার প্রত্যক্ষ করে তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।
এতে তারা ক্ষুব্ধ হয়ে উপাধ্যক্ষের ওপর হামলা করে। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা শুরু করেন। তখন শিক্ষার্থীরা ছুটে এসে মেহেদী হাসানকে আটক করলেও অপর যুবক পালিয়ে গিয়ে রক্ষা পায়।
পরবর্তীতে আটক মেহেদী হাসানকে একচোট দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি এই শিক্ষাগুরুর ওপর হামলার ঘটনায় প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ এই ঘটনায় মেহেদী হাসানসহ অপর যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিবেশ পরিস্থিতি শান্ত হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এই হামলার ঘটনায় কলেজ শিক্ষক বাদী হলে একটি মামলা করেছেন। সেই মামলায় মেহেদী হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি হামলাকারী অপর যুবককেও গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply