বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের সন্ধা নদী তীরবর্তী পূর্ব ভূতেরদিয়া গ্রামের ৫টি বসতঘর ও একটি বাজার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার বিকালে হঠাৎ করেই প্রায় ২ একর জমি দেবে যায়। এতে পাঁচটি পরিবার নিস্ব হয়ে পথে বসেছে। এছাড়াও ঝুকিতে রয়েছে সাইক্লোন সেল্টার, মসজিদ,মাদ্রাসা কমিউনিটি ক্লিনিকসহ গুরুত্বপূর্ন স্থাপনা।
ওই দিন রাতেই উপজেলা প্রশাসন অসহায় পরিবারগুলোর খোজ খবর নেয় এবং খাবারের ব্যবস্থা করে। বৃহস্পতিবার ভাঙণ কবলিত এলাকা পরিদর্শন করে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সহিদুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হোসেন নানা।
পরিদর্শন কালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সহিদুল ইসলাম সবাইকে ধৈর্য ধারনের আহব্বান জানিয়ে বলেন, অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রান সহায়তা অব্যাহত থাকবে। ভাঙণ ঠেকাতে সরকার ও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। বিলীন হওয়া পরিবারগুলোর জন্য পূনর্বাসনের ব্যবস্থা করবে।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি, ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম মাসুম মৃধা প্রমুখ।
আকস্মিক ভাঙ্গনে বাবুল রাঢ়ী,তারেক রাঢ়ী, সেলিম ঘরামি, জাকির মাঝি ও হাচণন ভানুর বসতঘর বিলীণ হয়ে যায়।
Leave a Reply