বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য র্যালি ,মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সৌজন্যে ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাকটিভিটি এর সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্ত¡রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খানের সভাপতিত্বে উপজেলা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকতা মরিয়ম আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মাহামুদ প্রমুখ।
সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
Leave a Reply