শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:রাজধানীর বাড্ডায় একটি ব্যাংকের শাখা থেকে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক সন্ত্রাসী টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে প্রিমিয়ার ব্যাংকের বাড্ডা লিংক রোড শাখায় এক ঘটনা ঘটে বলে আজ মঙ্গলবার থানাকে মৌখিকভাবে অবহিত করেন ব্যাংকটির কর্মকর্তারা।
বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আশরাফুল কবির এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল সোমবার অস্ত্র ঠেকিয়ে প্রিমিয়ার ব্যাংকের বাড্ডা লিংক রোড শাখার ক্যাশ থেকে ২৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি করেছেন ব্যাংক কর্মকর্তারা।’
‘একজন ব্যক্তি সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশে যা ছিলো সব নিয়ে গেছে। এটি ডাকাতি নয়, দস্যুতা। ব্যাংকের সিসিটিভির ফুটেজ ও পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।’
এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলে জানান এই ডিএমপির কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত করছি।’
Leave a Reply